October 3, 2023

এয়ার ইন্ডিয়ার বিমান আমেরিকার বদলে রাশিয়ায় গিয়ে নামল!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুন ২০২৩: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান আমেরিকার (America) বদলে রাশিয়ায় (Russia) গিয়ে নামল! বিমানটিকে জরুরি অবতরণ করে। ২১৬ জন যাত্রী, পাইলট-সহ মোট ১৬ জন বিমানকর্মী, সকলেই নিরাপদে আছেন। যাত্রীদের জন্য সান ফ্রান্সিসকোগামী বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা যায়।

ঠিক কী হয়েছিল? সোমবার দিল্লি (Delhi) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। মাঝ আকাশে আচমকাই ‘ফ্লাইট ইঞ্জিনে’ (Flight Engine) গোলমাল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে পাইলট সান ফ্রান্সিসকোর বদলে রাশিয়ার মাগাদন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। বিমানের ইঞ্জিনে ঠিক কী সমস্যা হয়েছে তা খতিয়ে দেখছে সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!