September 29, 2023

সব শিক্ষককে স্কুলে অন্তত ৫টি করে গাছ লাগানোর আর্জি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জুন ২০২৩: সব শিক্ষককে স্কুলে অন্তত ৫টি করে গাছ লাগানোর আর্জি জানানো হল। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে ( উচ্চ মাধ্যমিক) সোমবার অনুষ্ঠিত হল ‘গাছ গ্রুপ’ এর দুর্গাপুর শাখার প্রথম সভা। সেখানেই এই আর্জি জানানো হয়। এই গ্রুপের অধিকাংশ সদস্যই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর বন দফতরের এডিএফও সারদা সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুন্তলা পাল, সাহিত্যিক বিকাশ এস জয়নাবাদ, পরিবেশ কর্মী শিউলী মুখার্জী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নেপালীপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক,  ‘গাছ মাস্টার’  রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ রায় চৌধুরী, শেখ মিসকিন আলি, সুবীর দে, সুকল্যাণ বসু প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং গাছ গ্রুপের প্রায় ৭৫ জন সদস্য। আয়োজকরা জানান, এই দলের প্রধান কাজ পরিবেশ রক্ষা করা। সেজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছগুলিকে বড় করে তুলতে হবে। এদিন প্রায় ২০টি চারা রোপণ করা হয়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: