দুর্গাপুর: আফ্রিকা যাওয়ার আগে নিতে হয় ইয়োলো ফিভারের ভ্যাকসিন। আন্টার্কটিকা যেতে গেলে নিতে হয় এভিয়ান ফ্লু ভ্যাকসিন। বিদেশে যেতে গেলে এক এক জায়গার জন্য এক এক রকম ভ্যাকসিন নেওয়া জরুরী। তাছাড়া নিউমোনিয়া, ডিপথেরিয়া, রুবেলা, হেপাটাইটিস সহ যে কোনও সংক্রামক রোগ থেকে রক্ষা পেতেও ভ্যাকসিন নিতে হয়।
কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য এই সব ভ্যাকসিন পেতে সমস্যায় পড়তে হয়। কলকাতায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথইনস্টিটিউট অফ হাইজিনে নাম লিখিয়ে অপেক্ষা করতে হয়। সেই সমস্যা মেটাতে এক ছাদের তলায় প্রাপ্তবয়স্কদের জন্য সব ধরণের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছে দুর্গাপুরের মিশন হাসপাতাল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল হিসাবে মিশন হাসপাতালে সংক্রামক ব্যাধি বিষয়ক ওপিডি চালু রয়েছে। দায়িত্বে রয়েছেন ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট ড. অর্কেন্দু বসু। তাঁর তত্বাবধানেই ভ্যাকসিন ক্লিনিক চলবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু জানান, রাজ্যে এই পরিসরের ভ্যাকসিন ক্লিনিক কোথাও ছিল না। এই প্রথম এক ছাদের তলায় এতগুলি ভ্যাকসিন পাওয়া যাবে। সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছে মিশন হাসপাতাল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।