কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করাই কি কাল হল সাহেবের?

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৬ জুন ২০২৩: কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করাই কি কাল হল সাহেবের? পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার কংগ্রেস কর্মীরা শুক্রবার দিনভর এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন! কাঁকসার মাধবমাঠ এলাকার কংগ্রেস প্রার্থী শেখ সাহেবকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। তার বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ এনেছে পুলিশ। মনোনয়ন জমা দেওয়ার পরেই তাকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস কর্মীরা।
তাদের প্রশ্ন, এতদিন সব ঠিক ছিল। যেই তিনি কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ উঠে গেল? কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, শেখ সাহেব নতুন গাড়ি কিনে সবে ব্যবসা শুরু করেছিল। শুধুমাত্র তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই পুলিশ এই ঘটনা ঘটিয়েছে।পুলিশ অবশ্য জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শেখ সাহেবকে গ্রেফতার করা হয়েছে। তার গাড়িটিকেও আটক করা হয়েছে।