দুর্গাপুর দর্পণ, ২৬ জুন ২০২৪: সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের নেতৃত্বে এই চক্র চলছে বলে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা হবে।
দুর্গাপুরের ২৪নং ওয়ার্ডের উত্তরপল্লি এলাকায় এডিডিএর জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের দাবি, রঞ্জিত প্রামানিক, তারক লোহার, দীপক রুইদাস, হীরক রায় সহ অন্যরা এই কাজের সঙ্গে যুক্ত। আর, এই কাজ হচ্ছে ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলি রায়ের নেতৃত্বে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি করে সরব হয়েছেন লাভলি। এবিষয়ে এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, “কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা অন্য যে কেউ যে কোনও কারণে এডিডিএ এর সরকারি জমি দখল করলে তাঁদের রেহাত করা হবে না। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” সত্যিই কী ব্যবস্থা হয় সেটাই এখন দেখার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।