দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: তোলা না দেওয়ায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (DSP) কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ INTTUC-নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে দুর্গাপুরের কারখানায় চাঁদার জুলুমবাজি নিয়ে সরব হয়েছেন। শুক্রবার দুর্গাপুরে তেমন অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আর মাত্র ৭ মাস রয়েছে। তারপরেই অবসর নেবেন ডিএসপির ঠিকা শ্রমিক দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের আমরাই এলাকার শেখ আজবাহার। বছরে ৩হাজার টাকা এবং মাসে মাসে ১০০ টাকা করে চাঁদা দিতে হবে আইএনটিটিইউসিকে। তিনি দিতে রাজি না হওয়ায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার অভিযোগ করেন তিনি। তবে খবর পাওয়া মাত্র আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, ওই ঠিকা শ্রমিক পরের শিফটেই কাজে যোগ দেবেন। যে নেতারা তাঁকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছে, তাঁদের বিরুদ্ধে উনি এফআইআর করুন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শেখ আজবাহারের অভিযোগ, ডিএসপির সব ঠিকা শ্রমিকের কাছে প্রতি মাসে ১০০ টাকা করে এবং বছরে এককালীন ৩০০০ টাকা চাঁদা নেয় প্রভাত চ্যাটার্জি, শেখ মনিরুল ও আবু। সেই টাকা দিতে তিনি রাজি হননি। প্রতিবাদ করায় ৫দিন আগে তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। আমার মত আরও কয়েকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও শেখ মনিরুল বলেন, “ভিত্তিহীন অভিযোগ। বিরোধীদের চক্রান্ত। যিনি অভিযোগ তুলছেন তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। আইএনটিটিইউসি কার্যালয়ে যাওয়ার জন্য বলা হলেও তিনি যাননি।” এ বিষয়ে কোন মন্তব্যই করতে চাননি প্রভাত চ্যাটার্জি।
বর্ধমান দুর্গাপুরের বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার পরেও তৃণমূলের একজন কর্মী তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন। এটা নতুন কিছু নয়। আগেও ডিএসপি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতিও সরব হয়েছিলেন। ওই ঠিকা শ্রমিকও বেশ কয়েকজন নেতার নাম নিয়ে অভিযোগ করেছেন। দ্রুত তাদের গ্রেফতার করা হোক আমরা দাবি তুলছি।” কটাক্ষের সুরে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, “দুর্নীতি ছাড়া তৃণমূল হয় না। দুর্নীতির টাকা কোথায় কোথায় যাচ্ছে তার শ্বেতপত্র প্রকাশ করুন, এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।