দুর্গাপুর: স্কুলে দুর্নীতি চলছে। তার প্রতিবাদ করায় আমাকে স্কুল থেকে বের করার চক্রান্ত চলছে। দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ওই স্কুলের কর্মশিক্ষা বিভাগের শিক্ষক রেড ডিসেম্বর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাসই নিই না। অথচ প্রধানশিক্ষকের শো-কজ চিঠিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা ব্যাড টাচ করার অভিযোগ এনেছেন। আমি ২৪ বছর শিক্ষকতা করছি। ২০১৮ সালে রোটারি ক্লাবের তরফে নেশন বিল্ডিং পুরস্কার পেয়েছি। স্কুলে ব্যাপক দুর্নীতি চলছে। আগে প্রায় সাড়ে সাতশো পড়ুয়া ছিল। এখন আড়াইশোয় নেমে এসেছে। এভাবে চললে স্কুল বন্ধ হয়ে যাবে। আমি প্রতিবাদ করি। তাই কিছু অভিভাবককে দিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছেন প্রধানশিক্ষক। দুর্নীতির অভিযোগের সঠিক তদন্ত চাই।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
প্রধানশিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুর থানায় দুর্নীতির অভিযোগ করেছেন রেড ডিসেম্বরবাবু। পাল্টা স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন, “আমি দশ বছর ধরে স্কুলে শিক্ষকতা করছি। আজ পর্যন্ত স্কুলে কোনও দুর্নীতি হয়নি। আমার একটি শিক্ষকদের দল রয়েছে। সেই দল সমস্ত দিকে নজর রাখে। এতদিন তো উনি কোনও অভিযোগ করেননি। ওঁর বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে, তখনই উনি এইসব কথা বলছেন। আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি। আমি ওঁর বিরুদ্ধে কোথাও একটি কথাও বলিনি। অথচ উনি উল্টোপাল্টা বলে বেড়াচ্ছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।