কাঁকসায় বাড়ি বয়ে মারধর-হুমকি, থানায় অভিযোগ দায়ের সিপিএম প্রার্থীর

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ২০ জুন ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসা ৮০ নম্বর সংসদের সিপিএম প্রার্থী দীপা মন্ডলের শ্বশুরবাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে সোমবার রাতে। কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পরিবারের সদস্যদের কাঁকসা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
দীপার অভিযোগ, সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর শ্বশুরবাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধর করে। তাঁকে হুমকি দেওয়া হয় মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য। রাত ১১টা নাগাদ প্রথমে দরজায় ধাক্কা দেওয়া হয়। তাঁর জা দরজা খুলতেই দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর। তাঁর অভিযোগের তির, শাসকদলের কয়েকজনের বিরুদ্ধে। তাঁদের নামে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূলের দাবি, মদ বিক্রি নিয়ে পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিয়ে তৃণমূলের ঘাড়ে মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে।