কাউন্সিলরের মেয়ের ছবি বিকৃত করে ভাইরাল করার অভিযোগ দলেরই দুই নেতার বিরুদ্ধে!

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৯ জুন ২০২৩: তৃণমূল কাউন্সিলরের মেয়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) করার অভিযোগ উঠেছে তৃণমূলেরই দুই নেতার বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটি এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আসানসোলের ৫৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জাকির হোসেন।
অভিযোগের তির, প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূলের জেলা সম্পাদক মীর হাসিম ও ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি পিন্টু সিদ্দিকির দিকে। জাকির হোসেন কংগ্রেস থেকে জয়ী হয়ে কাউন্সিলর হওয়ার পরে কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেন তিনি। মীর হাসিম ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জাকির হোসেনের দাবি, নিষিদ্ধপল্লি লছিপুরে তোলাবাজির অভিযোগ রয়েছে মীর হাসিম ও পিন্টুর বিরুদ্ধে। তিনি তাঁদের তোলাবাজি বন্ধ করে দিয়েছেন।
প্রতিশোধ নিতে ওই দুই তৃণমূল নেতা তাঁর মেয়ের ছবি বিকৃত করে ভাইরাল করেছে বলে দাবি করেন জাকির হোসেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মীর হাসিম জানান, তিনি নিজেও মেয়ের বাবা। এমন নোংরা কাজ তিনি করতেই পারেন না। করেননি। তাঁর অভিযোগ, তাঁদের বদনাম করার জন্য এই মিথ্যা অভিযোগ করছেন জাকির হোসেন।