সন্ধ্যায় কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ কালনায়

দুর্গাপুর দর্পণ, কালনা, ২৯ আগস্ট ২০২৩: কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কালনার কল্যাণপুর পঞ্চায়েত এলাকায়। পুলিশ ২ অভিযুক্ত যুবক পবন মান্ডি ও ঠাকুর হাঁসদাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের এক কিশোরী রবিবার সন্ধ্যায় একা বাইরে থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, পবন ও ঠাকুর একটি ক্যানাল পুলের কাছে ফাঁকা জায়গায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে।
কিশোরীর পরিবার কালনা থানায় গণধর্ষণের অভিযোগ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোমবার কালনা আদালতে তোলে। বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে আর কেউ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।