দুর্গাপুর দর্পণ, ৮ জুন ২০২৪: বিজেপি নেতার বোনের বাড়িতে অবৈধ মদের কারবারের অভিযোগ। দোকান বন্ধ করে প্রতিবাদ তৃণমূলের। পুলিশ ওই বাড়ি থেকে দেশি, বিদেশী মদের বোতল বাজেয়াপ্ত করেছে। যদিও বিজেপি নেতা তথা মন্ডল সভাপতি অতুল বাগদি অভিযোগ অস্বীকার করেছেন।
অতুলের বোন অঞ্জলী রুইদাসের বাড়িতে বেআইনি মদের কারবার চলছে। অতুলের গ্যারাজে মদ্যপানের আসর বসে। এমন অভিযোগ তৃণমূলের। পুলিশ আগে কয়েকবার দোকান বন্ধ করে গিয়েছে। কিন্ত ফের শুরু হয়েছে কারবার। শনিবার সেই বাড়ি থেকে মদের বোতল করে এনে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী, সমর্থকেরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুলিশ আটক করেছে অঞ্জলিকে। ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব আহ্বায়ক দীপক সিং এর অভিযোগ, বিজেপির মন্ডল সভাপতি অতুলে্র মদতে তাঁর বোন মদের অবৈধ কারবার চালাতেন। বেশ কয়েকবার পুলিশ বন্ধ করেছে কারবার। কিন্তু পুলিশকে গুরুত্ব না দিয়ে ফের চালু হয়ে যেত কারবার। অতুলের গাড়ির গ্যারেজের ভেতর মদ খেয়ে নানা অসামাজিক কাজ করত দুষ্কৃতীরা। তাই প্রতিবাদ করা হয়। যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অতুল। তিনি বলেন, বোনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর গ্যারেজের ভেতর কেউ মদ্যপান করত না। তিনি বিজেপি করেন। তাই চক্রান্ত করছে তৃণমূল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।