তাঁদের দাবি, হাসপাতালের কর্মীরা জানান, চিকিৎসক নেই। মেয়েকে অন্যত্র চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়। কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তাঁদের।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ইএসআই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন এক দম্পতি। তাঁদের অভিযোগ, তিন বছরের মেয়েকে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছেন। তা সত্বেও কেউ চিকিৎসার ব্যবস্থা করেননি। যদিও শেষ পর্যন্ত হাসপাতাল সুপারের তত্বাবধানে চিকিৎসা হয় শিশুটির।
দুর্গাপুরের বাসিন্দা ধরাম সূত্রধর বেসরকারি একটি সংস্থায় কর্মরত। তাঁর ৩ বছরের শিশু কন্যা প্লাস্টিক জাতীয় কিছু খেয়ে ফেলে। মেয়েকে নিয়ে তিনি ও তাঁর স্ত্রী ইএসআই হাসপাতালে যান। তাঁদের দাবি, হাসপাতালের কর্মীরা জানান, চিকিৎসক নেই। মেয়েকে অন্যত্র চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়। কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তাঁদের।
কী করবেন, ভেবে না পেয়ে মেয়েকে নিয়ে হাসপাতাল চত্বরেই বসে পড়েন তাঁরা। খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যান। খবর পেয়ে হাসপাতাল সুপার এগিয়ে এসে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেন। শিশুটি এখন ভালো আছে। তবে শ্রমিকদের জন্য গড়ে তোলা এই হাসপাতালে কেন শ্রমিকের মেয়ের চিকিৎসা করাতে এসে বেগ পেতে হবে, সেই প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- মামি শাশুড়িকে কুপ্রস্তাব, বাধা দেওয়ায় মামাশ্বশুরকে খুন, গ্রেফতার জামাই
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।