
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩১ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এমনকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠছে ওই নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আর হবে না বলে আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ।
রবিবার বুদবুদে এবং সন্ধ্যায় দুর্গাপুরের ডিএসপি টাউনশিপেও একই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, সংবাদমাধ্যমের কর্মীদের জোর করে সরিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। প্রতিবাদ করেন সংবাদমাধ্যমের কর্মীরা। শুরু হয় বচসা। এক বিজেপি কর্মী সেই বচসার ভিডিও করতে গেলে তাঁর সঙ্গেও শুরু হয় বিবাদ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সমালোচনায় সরব হয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “যেমন মানুষ তার তেমন নিরাপত্তা রক্ষী। যে মা বোনেদের সম্মান দিতে জানে না সে কিনা বাংলার মানুষকে সম্মান দেবে! তীব্র নিন্দা করছি।” যদিও ঘটনাস্থল থেকেই দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান, এখন থেকে এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা তিনি করবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #TMC #dilipghosh #BJP