দুর্গাপুর: বৌদিকে কুপিয়ে খুন করল দেওর! এমন অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। মৃতা গৃহবধূর নাম বিন্দু রুইদাস (৩২)। মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর মা। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্থানীয়রা জানান, বিষ্ণু কোনও কাজকর্ম করত না। এদিন সকালে বিষ্ণু ধারালো বঁটি দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় উঠোন। বিন্দুর মা নিরূপা রুইদাস বিন্দুকে বাঁচানোর চেষ্টা করলে তাঁর শরীরেও কোপ বসায় বিষ্ণু। তাঁর চিৎকার শুনে পাড়ার লোক ছুটে আসে।
ততক্ষণে পালিয়ে যায় বিষ্ণু। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করে পুলিশ। বিন্দুর স্বামী বলেন, “ভাইয়ের মৃত্যুদন্ড চাই।” এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সে নিয়েও তদন্ত করা হচ্ছে। ডাকা হবে ফরেন্সিক দলকেও।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।