
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: ওল্ড মালদহের (Malda) নায়ায়ণপুর শিল্পাঞ্চল এলাকার একটি ইটভাটা থেকে এক আদিবাসী নাবালিকার মাথা থেঁতলানো ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বৈষ্ণবনগর থানা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ৩৫ বছর বয়সি এক মহিলার দেহ উদ্ধার। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হয় দেহ দুটি। দুটি ক্ষেত্রেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে।
ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিষণপুরের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে নবম শ্রেণির বছর ১৩ এর আদিবাসী ছাত্রীর মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সে বাদনা পরবে গিয়েছিল। অনুমান, ওই নাবালিকাকে ধর্ষণের পর মাথায় ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছে।
বৈষ্ণবনগর থানার চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দুই শত বিঘি গ্রামের এক মহিলার দেহ সন্ধ্যায় ভুট্টার ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হয়। চারদিন আগে বাবার বাড়ি যাওয়ার নাম করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৩৫ এর ওই বধূ। তারপর থেকে কোনও খোঁজ ছিল না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।