আবাস যোজনার ঘর বিক্রি করলেন সনৎ!

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৩১ মে ২০২৩: আবাস যোজনায় ঘর পেয়েছিলেন। অভিযোগ, সেই ঘর অন্যকে বিক্রি করেছেন। সরকারি সহায়তায় পাওয়া বাড়ি কিভাবে বিক্রি করা যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দলুই বাজার ১ পঞ্চায়েতের মামুদপুর এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা সনৎ হাজরার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ২০১৮ সালে আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য তিনি আবেদন করেছিলেন। টাকাও পান তিনি। ২০২১ সালে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়।
গত কয়েক বছর তিনি সেই বাড়িতেই বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাড়িটি স্থানীয় বাসিন্দা বাপ্পা ধারার কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ। ব্লক আধিকারিক ও জেলাশাসকের কাছে এক ব্যক্তি সেই অভিযোগ জানিয়েছেন।বাড়ি বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন সনৎ হাজরার মা সীমা হাজরা। তিনি বলেন, আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্যই বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন। মেমারি ১ ব্লকের বিডিও আলী মহম্মদ ওয়ালিউল্লাহ জানান, কিভাবে এই ঘটনা ঘটল তা খোঁজ নিয়ে দেখা হবে। বেনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।