দুর্গাপুর দর্পণ, গলসি, ৩০ নভেম্বর ২০২২: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, গলসির লোয়া-রামগোপালপুর পঞ্চায়েতে ভেক্টর ডিজিস কন্ট্রোল টিমে দুটি শূন্যপদ রয়েছে।
অভিযোগ, ফাঁকা রেজোলিউশনে সই করিয়ে এই দুটি পদে নিয়োগ হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান প্রভাব খাটিয়ে নিজের ছেলেকে ও আর এক পঞ্চায়েত সদস্যের ছেলের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে।
৮ জন পঞ্চায়েত সদস্য বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও সকল সদস্যদের অনুমতি নিয়ে হয়েছে বলে জানান প্রধান পম্পা রুইদাস। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন গলসি ১ বিডিও দেবলীনা দাস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।