বিজেপির প্রচার মিছিলে হামলা নদিয়ায়

দুর্গাপুর দর্পণ, রানাঘাট, ৬ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) প্রচার ঘিরে অশান্তি নদিয়ায়। অভিযোগ, বিজেপির প্রচার মিছিলে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। নদিয়ার (Nadia) রানাঘাট থানার হবিবপুর বিনপাড়ার ঘটনা।
আক্রান্ত হন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী জ্যোতি বিন। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আতঙ্কে বিজেপি প্রার্থী সহ কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, ঘটনার পরে পুলিশকে সব জানিয়েও কোনও ফল হয়নি। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দল ও বিজেপি একত্রিত হয়ে তৃণমূলের নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বিজেপির কোন রাজনৈতিক কর্মসূচিই ছিল না, তাহলে তৃণমূল কি করে তাদের উপর হামলা করবে? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।