রেলকর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বুদবুদ থানার বিরুদ্ধে, প্রতিবাদে অবরোধ মানকরে

দুর্গাপুর দর্পণ, বুদবুদ: শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মানকরের ৯২ নম্বর রেলগেট আটকে বিক্ষোভ দেখান রেল কর্মীরা। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় এক রেলকর্মীকে তুলে নিয়ে গিয়ে বুদবুদ থানার পুলিশ মারধর করে। প্রতিবাদে এদিন তাঁরা বিক্ষোভে নামেন। প্রায় ১ ঘন্টা ধরে বিক্ষোভ চলে। রেলগেটের দুদিকে আটকে যায় বহু যানবাহন। বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাধেশ্যাম প্রামানিক নামের এক রেল কর্মী বলেন, “রেল লাইনের কাজের জন্য বৃহস্পতিবার রাতে ৯২ নম্বর রেলগেট বন্ধ ছিল। সেই জন্য আমাদের এক কর্মী গাড়িগুলিকে ঘুরপথে পাঠাচ্ছিলেন। তখন বুদবুদ থানার একটি গাড়ি এসে আমাদের ওই কর্মীকে মারধর করে তুলে নিয়ে যায়। তার ফোনও বন্ধ করে দেওয়া হয়েছিল। চরম যানজটের সৃষ্টি হয়েছিল। কোনও ট্রাক গেট ভেঙে ভেতরে ঢুকে গেলে সেই দায় কে নিত? এইভাবে কেন ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার জবাব দিতে হবে। সেই জন্যই আমাদের আজকের অবরোধ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

