দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ মার্চ ২০২৪: রাতের অন্ধকারে কারখানায় তৃণমূল কর্মীদের কাজে ঢোকাচ্ছেন দুই মন্ত্রী। রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে সোমবার বিকেলে সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি কলেজের সামনে থেকে নামো সগরভাঙার একটি বেসরকারি কারখানা পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। উপস্থিত ছিলেন বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ দত্ত প্রমুখ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
কারখানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এই বিক্ষোভে যোগ দেন। গেট ঠেলে কারখানার গেটের ভেতর ঢুকতে গেলে শুরু হয় ব্যাপক উত্তেজনা। বাধা দিতে গেলে পুলিশের সাথেও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিন লক্ষ্মণ ঘোড়ুই তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় তৃণমূল নেতা শেখ রমজানকে সঙ্গে নিয়ে মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় রাতের অন্ধকারে সাদা পোশাক পরে মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রাফাইট কারখানায় ১০ জনকে নিয়োগ করিয়েছেন। শেখ রমজান বেআইনি নিয়োগ, গরু, কয়লা, বালির কারবার, তোলাবাজি করে বহু টাকা করেছেন। তার বাড়িতে এবার ইডি পাঠানো হবে।
মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, কোন দলের তা না দেখে স্থানীয় ১০ জনকে দিনের বেলায় কারখানায় কাজে ঢোকানো হয়েছে। বিধায়ক উল্টোপাল্টা কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, তার পরেও কারওর কোনও বক্তব্য থাকলে জানাতে পারেন। কিন্তু কারখানার সামনে গেটে ঠেলাঠেলি করে, মস্তানি করে কোনও লাভ হবে না।’’ আইএনটিটিউসি সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান অভিযোগ অস্বীকার করে বলেন, “বহিরাগতদের কাজ দেওয়া হয়নি। কাজ দেওয়া হচ্ছে স্থানীয় বেকারদের। লোকসভা নির্বাচনের আগে মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।