দলের নেতারাই টাকা নিয়ে লোক ঢোকাচ্ছেন, ঝান্ডা হাতে এ কী অভিযোগ করলেন তৃণমূল কর্মীরা?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ জুন ২০২৩: বছরের পর বছর ধরে আন্দোলন করছেন। দলের নেতাদের সব জানিয়েছেন। কিছুই হয়নি। কয়েকজন হয়তো চেষ্টা করেছেন। কিন্তু আখেরে ফল কিছু হয়নি। উল্টে কয়েকজন টাকা নিয়ে বাইরে থেকে লোক এনে ঢোকাচ্ছেন কারখানায়। বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) সগড়ভাঙায় গ্রাফাইট কারখানার সামনে দলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে এমন অভিযোগই করছিলেন তৃণমূলের কর্মীরা।
ওই কারখানায় কাজের দাবিতে মাঝে মাঝেই আন্দোলন করেন স্থানীয়রা। তৃণমূল কর্মী অজয় বাগদি বলেন, ‘‘গত ১০ বছর ধরে টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। আমরা স্থানীয়রা বঞ্চিত রয়ে যাচ্ছি। দলকে সব জানিয়েছি। লাভ কিছু হয়নি।’’ আইএনটিটিইউসির ৩ নম্বর ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কারওর কোনও অভিযোগ থাকলে দলের অন্দরে তা জানাতে হবে। এভাবে প্রকাশ্যে বিক্ষোভ করে ভুল বার্তা দেওয়া ঠিক নয়।’’ কোক ওভেন থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘‘আমরা বরাবর এই দুর্নীতির বিরুদ্ধে বলে আসছি। টাকা নিয়ে লোক নিয়োগ করছে তৃণমূল। এখন অনেকে টাকা নিয়েছে। কাজ দিতে পারছে না। তাই নজর ঘোরাতে আন্দোলনের নাটক করা হচ্ছে।’’ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘তৃণমূলের টাকা ছাড়া কোনও কথা নেই। যে যেভাবে পারছে লুঠেপুটে খাচ্ছে।’’