দুর্গাপুর: সরকারি স্কুলের ভিতর ছাত্রীদের শ্লীলতাহানির চাঞ্চল্যকর অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলের গেট আটকে বিক্ষোভ অভিভাবকদের। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক জাানিয়েছেন, তিনি বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানিয়েছেন।
অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরে কর্মশিক্ষার শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানি ও তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। গত ৯ সেপ্টেম্বর স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয়। তারপর থেকে স্কুলে আসেননি ওই শিক্ষক। পুজোর পর মঙ্গলবার স্কুল খুলতেই অভিভাবকরা স্কুলের গেট আটকে প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের বাধা দিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও ওই শিক্ষক এদিন স্কুলে আসেননি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অভিভাবকরা সাফ জানান, ওই শিক্ষক যেন ভবিষ্যতে স্কুলে না আসেন। প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন, “ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানাই। অভিযুক্ত শিক্ষক শারীরিক অসুস্থতাজনিতক কারণ দেখিয়ে স্কুলে আসেন না। আমি চাই, স্কুলের ছেলে-মেয়েদের যেন কোনও অন্যায়ের শিকার না হতে হয়। একই ভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও উপযুক্ত তদন্ত হওয়া দরকার। যদি দোষী হন, তাহলে ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযুক্ত শিক্ষক কী বলছেন শুনুন
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।