You are currently viewing মা নির্দল প্রার্থী তাই মেয়েকে অপহরণ! পথ অবরোধ হরিপুরে

মা নির্দল প্রার্থী তাই মেয়েকে অপহরণ! পথ অবরোধ হরিপুরে

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শিল্পা মন্ডল। তারপর থেকেই নিখোঁজ তাঁর ১০ বছরের মেয়ে। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ১ অক্টোবর ২০২৩: শাসক দলের নির্দেশ অগ্রাহ্য করে মা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত ভোটে। তাই তাঁর মেয়েকে অপহরণ করেছে শাসক দল। এমন অভিযোগ তুলে রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পাণ্ডবেশ্বরের হরিপুরে পথ অবরোধে সামিল বাউড়ি সমাজ।

জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শিল্পা মন্ডল। তারপর থেকেই নিখোঁজ তাঁর ১০ বছরের মেয়ে। নাবালিকা মেয়ের খোঁজে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত মেয়েকে ফিরিয়ে দিতে হবে, এই দাবি তুলে হরিপুরে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করেছে বাউড়ি সমাজ। পরিস্থিতি সামাল দিতে হিমসিম দশা পুলিশের।

আরও পড়ুন- স্কুলে ঝাঁট দিচ্ছেন প্রধান, নর্দমা সাফ করছেন উপপ্রধান

পুলিশের সঙ্গে প্রায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। উচ্চ পর্যায়ের তদন্ত করে নিখোঁজ মেয়েকে ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বাউড়ি সমাজ। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, পুলিশ তদন্ত করছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। একজন জামিনে মুক্তি পেয়েছে। অন্যজন এখনও জেল হেফাজতে রয়েছে। তদন্ত চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply