দুর্গাপুর দর্পণ, ৩০ জুন ২০২৪: মিনিবাসের কর্মীকে বেধড়ক মারধর! রবিবার সকালে ধুন্ধুমার কান্ড ঘটে গেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল মোড়ে। এদিন সকাল ন’টা নাগাদ অন্ডাল মোড়ে মিনিবাসের এক কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার প্রতিবাদে মিনিবাস পরিষেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে দেন কর্মীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। অভিযুক্তের শাস্তি দাবি করেন মিনিবাস চালকেরা। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেয়। এরপর মিনিবাস কর্মীদের বুঝিয়ে কোনও রকমে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্ডাল স্টেশন থেকে কুমারডিহি আসার পথে সকাল ন’টা নাগাদ একটি মিনি বাস দাঁড়িয়ে ছিল অন্ডাল মোড় বাসস্ট্যান্ডে। সেই সময় সেখান থেকে টোটোয় যাত্রী তুলছিলেন এক টোটো চালক। মিনিবাসের কর্মী কাঞ্চন দে তার প্রতিবাদ করেন। তিনি টোটো চালককে জানিয়ে দেন, বাস স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলার নিয়ম নেই। অভিযোগ, ওই টোটো চালক সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চড়াও হয় বাস কর্মীর উপর। টোটো চালক তাঁকে মারধর করেন বলে অভিযোগ। প্রতিবাদে বাসকর্মীরা বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন।বন্ধ হয়ে যায় বেনাচিতি, দুর্গাপুর, উখড়া, রানিগঞ্জ রুটের মিনিবাস চলাচল। যাত্রীরা চরম বিপাকে পড়েন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মিনিবাসের কর্মীরা বলেন, টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে। কিন্তু টোটো চালকেরা প্রায়শই বাস স্ট্যান্ডে এসে যাত্রী তুলে নিয়ে যায়। এর ফলে ক্ষতির মুখে পড়তে হয় মিনিবাসকে। অভিযোগ, বার বার মানা করা সত্ত্বেও তারা এই কাজ করে। প্রতিবাদ করলে বাস কর্মী এমনকি বাস মালিকদের উপরেও চড়াও হতে উদ্যত হয় তারা। অভিযুক্ত টোটো চালকের শাস্তির দাবির পাশাপাশি বাস স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলা পাকাপাকি ভাবে বন্ধ করার দাবি জানান বাস কর্মীরা। সব মিলিয়ে উত্তেজনা রয়েছে অন্ডাল মোড়ে।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই সার, দুর্গাপুরের পার্ক এখন খাটাল! নির্বিকার পুরসভা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।