দুর্গাপুর দর্পণ, ৩ মে ২০২৪: বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি! বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে। বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিজেপি নেতা অতুল বাগদি। বিজেপির অভিযোগের তির, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রার্থী করার পর থেকেই দিন দিন রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাতের ঘটনা অন্যতম সংযোজন। অতুল বিজেপির ১ নম্বর মন্ডলের সহ সভাপতি। অতুলের অভিযোগ, তাঁর ভাই এবং ভাইয়ের স্ত্রী বৃহস্পতিবার রাতে ট্রাঙ্ক রোডে বসেছিলেন। তখন গাড়িতে করে এসে কয়েকজন টিটকারি মারে। বিষয়টি জানতে পেরে অতুল ছুটে আসেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অভিযোগ, ফের তখন ওই দুষ্কৃতীরা গাড়িতে করে এসে অতুলকে লক্ষ করে গুলি চালায়। পুলিশকে খবর দিলে পুলিশ আসে। সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাস মুক্ত ভোট নিশ্চিত করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা। স্লোগান দিতে থাকেন।
সম্প্রতি দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের কনিষ্ক সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। অভিষেক তৃণমূলের নমঃশুদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন। কিছুদিন আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরের দিন রাতেই তাঁর বাড়িতে বোমা ছোঁড়া হয়। সেই ঘটনার কিনারা হতে না হতেই এবার বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ শহরে।
তৃণমূল কর্মী, খাটাল পাড়ার বাসিন্দা ভোলা পাশোয়ানের বিরুদ্ধে বিজেপি থানায় গুলি চালানোর লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও পুলিশ গিয়ে তাঁকে বাড়িতে পায়নি। দলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “বিজেপি প্রচারে আসার জন্য পুরো ঘটনা সাজিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।