
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৪: সোমবার ছত্রপতি শিবাজী রাও এর জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দেদার মাইক বাজল। সঙ্গে ব্যান্ড পার্টি। এদিন রাজীব গান্ধী ময়দান থেকে চণ্ডীদাস পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
বিধায়ক বলেন, “রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঘরে ঘরে ছত্রপতি শিবাজীর মত মানুষ তৈরি হতে হবে। তবেই অন্যায়ের দমন করা যাবে। এই বার্তায় ছড়িয়ে দেওয়া হয় এই শোভাযাত্রার মাধ্যমে। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই মাইক ও ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা বের করার সমালোচনা করেছে তৃণমূল।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখার্জি বলেন, ‘‘বিজেপি শুধুই প্রচার চাই। তারস্বরে মাইক বাজিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যায় ফেলার চক্রান্ত করছে।’’ লক্ষ্মণ ঘোড়ুই দাবি করেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে পুলিশের কাছে আধঘন্টা সময় নিয়েছিলাম এই শোভাযাত্রার জন্য। যদিও পুলিশ জানিয়েছে, কোনও অনুমতি দেওয়া হয়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।