October 3, 2023

মোদি সরকারকে উৎখাত করতে এবার ভারতে আসছে ওয়াগনার গ্রুপ? এ কী বললেন উদ্ভব?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৬ জুন ২০২৩: এদেশে সরকার পরিবর্তন করবে ওয়াগনার গ্রুপ (Wagner Group)! শিব সেনার (উদ্ধব বালঠাকরে) মুখপাত্র ‘সামনা’য় বলা হয়েছে একথা। তবে এদেশে ওয়াগনার গ্রুপ মানে রাশিয়ার (Russia) বিদ্রোহী বাহিনী নয়, এখানে বিজেপি বিরোধী মহাজোটই হল ওয়াগনার গ্রুপ। বিজেপি সরকারকে গদিচ্যুত করবে তারা।

এবারের লোকসভা নির্বাচনে বিরোধীদলগুলি বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে একমত হয়েছে। শিব সেনার (Shiv Sena) মুখপত্র সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘বিজেপি বিরোধী মহাজোটই ভারতের ওয়াগনার গ্রুপ। তারাই মোদি সরকারকে গদিচ্যুত করবে।… এই ওয়াগনার গ্রুপ গণতন্ত্রের রক্ষাকর্তা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!