দুর্গাপুর দর্পণ, ২৬ জুন ২০২৪: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভাড়া না দিয়ে জোর করে বাড়ি দখলের অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর। পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ড. ছবি নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। দুর্গাপুর এনআইটি এর প্রাক্তন অধ্যাপকের বাড়ির একাংশ জোর করে দখল করে রেখেছেন বলে অভিযোগ। ওই প্রাক্তন অধ্যাপক ও তাঁর পরিবারকে পার্টির প্রভাব খাটিয়ে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে প্রাক্তন কাউন্সিলর জানান, তিনি চক্রান্তের শিকার।
জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসে এনআইটি এর প্রাক্তন অধ্যাপক সত্যনারায়ণ সরকার দুর্গাপুরের বেনাচিতি বাজারের কমলপুর প্লটের তার নিজের বাড়ির একাংশ ছবি নন্দীকে ক্লিনিক করার জন্য মাসিক ৫০ হাজার টাকায় ভাড়া দেন। ছবি নন্দী একটি ডেন্টাল ক্লিনিক করেন ওই বাড়িতে। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। অভিযোগ, ছবি নন্দী মাস সাতেক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাঁকে বাড়ি ছেড়ে দিতে বললেও তিনি শুনছেন না।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সত্য নারায়ণ সরকারের অভিযোগ, বকেয়া টাকা মেটানো তো দুর অস্ত, বাড়ি ছাড়তেও অস্বীকার করেন ছবি নন্দী। আইনজীবীর চিঠি দিয়ে বাড়ি ছাড়ার কথা জানালেও ছবি নন্দী বাড়ি ছাড়তে নারাজ। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তারপর থেকে পার্টির প্রভাব খাটিয়ে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলার সত্যনারায়ণ সরকারকে ফোনে ক্রমাগত হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। নিজের বাড়ি ফিরে না পেয়ে এখন ভাড়া বাড়িতে রয়েছেন সত্যনারায়ণ সরকার ও তাঁর স্ত্রী সুলেখা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দম্পতির আর্জি, তিনি যেন সদর্থক ভূমিকা নেন যাতে তাঁরা বাড়ি ফিরে পান।
যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ছবি নন্দী। তিনি জানান, চুক্তি মেনে আইন মোতাবেক তিনি এখনও কাজ করছেন। সামনেই পুর ভোট রয়েছে। তার আগে তাঁকে কালিমালিপ্ত করতে চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জবর দখল নিয়ে কড়া বার্তার পর পরিস্থিতি এবার বদলায় কিনা সেটাই দেখার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।