দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ এপ্রিল ২০২৪: বিহার ও ঝাড়খন্ডে কংগ্রেস ও বিজেপির হয়ে মোট ২৪ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১৪ সালে বিজেপি তাঁকে লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করে। সেখান থেকে জয়ী হয়ে তিনি লোকসভায় প্রবেশ করেন। এরপর ২০১৯ সালে তিনি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকেও নির্বাচিত হন।
সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। ২০১৪ সালের নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে এবং ২০১৯ সালের নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরে, প্রার্থী হিসাবে দুবারই তাঁর নাম ঘোষণা করা হয় শেষ মুহূর্তে। কিন্তু দুবারই তিনি বাজিমাত করেন। আসানসোল কেন্দ্রেও অনেক টানাপড়েনের পরে অবশেষে বুধবার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি প্রার্থী হতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সরপী এলাকায় বিজেপি নেতা জিতেন চ্যাটার্জির নেতৃত্বে বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী সমর্থকরা। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে পারবেন কি না সেটাই এখন দেখার! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)