নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী পদ দেওয়া হোক, ফের সরব আমেরিকা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ সেপ্টেম্বর ২০২৩: সময় ও পরিপ্রেক্ষিত বদলেছে। কিন্তু সেই অনুযায়ী নিরাপত্তা পরিষদের সংস্কার হয়নি। তাই বরাবর নিরাপত্তা পরিষদের সংস্কার চেয়ে সরব হয়েছে ভারত। এই দাবিকে ইতিমধ্যেই সমর্থন করেছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি সাবা করোসি। এবার ভারতের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদে সংস্কার চেয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।