September 29, 2023

নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী পদ দেওয়া হোক, ফের সরব আমেরিকা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ সেপ্টেম্বর ২০২৩: সময় ও পরিপ্রেক্ষিত বদলেছে। কিন্তু সেই অনুযায়ী নিরাপত্তা পরিষদের সংস্কার হয়নি। তাই বরাবর নিরাপত্তা পরিষদের সংস্কার চেয়ে সরব হয়েছে ভারত। এই দাবিকে ইতিমধ্যেই সমর্থন করেছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি সাবা করোসি। এবার ভারতের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা পরিষদে সংস্কার চেয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নয়াদিল্লিতে জি-২০ বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরে ভারত আমেরিকার যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে সংস্কার চাইছে আমেরিকা। ভারত স্থায়ী পদ দেওয়ার পক্ষে তাঁরা। প্রসঙ্গত, শুরু থেকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চিন। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। বাকি চারটি দেশ সেই দাবিকে সমর্থন করলেও চিন নারাজ। মনে করা হচ্ছে, চিনের উপর চাপ বাড়াতেই ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের হয়ে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট। (pix: FaceBook) (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: