দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারাজ থেকে বিপুল বাড়ল জল ছাড়ার পরিমাণ। বন্যার আশঙ্কা নিম্ন দামোদরে। সোমবার রাত ১২টা নাগাদ দুর্গাপুর ব্যারাজ থেকে ১ লক্ষ ২২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং তারপর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে সেখানে বৃষ্টিপাতের জেরে জল বাড়তে থাকে দামোদরে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকে। ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও পাল্লা দিয়ে বাড়ছে জল ছাড়ার পরিমাণ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর ব্যারাজ থেকে সোমবার দুপুরে জল ছাড়া হচ্ছিল প্রায় ৫৪ হাজার কিউসেক হারে। কিন্তু তা বাড়তে বাড়তে রাত বারোটা নাগাদ ১ লক্ষ ২২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ তা বেড়ে হয় ১ লক্ষ ৩৩ হাজার কিউসেক। সকাল ১০টায় তা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৪৫৩৫০ কিউসেক। দুপুর ১২টা নাগাদ তা কিছুটা কমে ১ লক্ষ ৩৭ হাজার ৪০০ কিউসেক হয়। তবে বিকাল ৪টা নাগাদ তা বেড়ে হয় ১ লক্ষ ৯৬ হাজার কিউসেক।
এদিকে মঙ্গলবার ভোর থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ব্যাপক বাড়িয়েছে ডিভিসি। মঙ্গলবার সকাল থেকে মাইথন জলাধার থেকে ১ লক্ষ ৮০ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর। সেই জল দুর্গাপুর ব্যারাজে এলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। ফলে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করেছে প্রশাসন। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় শুরু হয়েছে মাইকিং। দামোদর তীরবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।