অমৃত বচন: মানুষ তার নিজস্ব ধর্মকে পালন করে ক্রমশ উন্নতির পথে অগ্রসর হয়…

অমৃত বচন: মানুষ তার নিজস্ব ধর্মকে পালন করে ক্রমশ উন্নতির পথে অগ্রসর হয়…(সংকলক: সন্দীপ সিনহা)

একটি অভিযাত্রা: মানুষ তার নিজস্ব ধর্মকে পালন করে ক্রমশ উন্নতির পথে অগ্রসর হয় এবং সে তার ধর্মবোধের চরম অবস্থায়, আত্ম উপলব্ধি বা চরম সত্যে প্রতিষ্ঠিত হয়। মানুষের জীবনে প্রথম স্তরে অর্থ একটি প্রয়োজনীয় পুরুষার্থ। তবে অর্থ উপার্জনের প্রচেষ্টাটি শাস্ত্রসম্মত হওয়া বাঞ্ছনীয়। তা না হলে সেটা হবে লোভের পিছনে ছোটা। কাম হলো মানুষের কামনা বাসনার পূরণ।

স্বরূপত অর্থ এবং কাম কোনটাই ভালো নয়। এগুলো তখনই ভাল,যখন এগুলো আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রার ও কর্তব্যকর্ম সম্পাদনের সহায়ক হয়। অর্থ ও কাম মানুষকে চিরকালের মতো তৃপ্তি দিতে পারেনা। একমাত্র মোক্ষ বা মুক্তিলাভের দ্বারাই আত্মার ক্ষুধার পরিতৃপ্তি হওয়া সম্ভব। মুক্তির আনন্দকে শুধুমাত্র আত্মার জগতেই উপলব্ধি করা সম্ভব।

ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ হল চারটি মূল্যবোধ মাত্র। আমাদের জীবন হল—দেবত্বের, পূর্ণতার লক্ষ্যে একটি অভিযাত্রা। আমাদের সমস্ত কর্তব্য ও দায়িত্ব তখনই সার্থকতা লাভ করে যখন এই পুরুষার্থগুলোর মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধ যুক্ত হয়। যিনি অর্থ ও কামনাকে সংযমের দ্বারা সীমাবদ্ধ রেখে আধ্যাত্মিক জীবন যাপন করতে পারেন তিনিই প্রকৃত ধার্মিক ও নীতিপরায়ণ।

Related Post