Durgapur: স্কুলের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের উখড়া গার্লস স্কুলের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধন ভান্ডারী (৬২)। তিনি সুকোপাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা স্কুলের সামনে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানান।
জানা গিয়েছে, বাইকটি খুব জোরে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সাধন ভান্ডারীকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে বাইক চালক ছিটকে পড়েন। তিনি গুরুতর চোট পেয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার জেরে যানজট হয়। উত্তেজিত বাসিন্দারা সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ার দেওয়ার দাবি জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।