দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: কবিগুরুর জন্ম বর্ষপূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি। গত ১৯ মে অপরাহ্নে ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একক ও সম্মেলক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশেন করেন আনন্দমেলার শিল্পীরা। স্বাগত ভাষণ দেন সম্পাদক কাকলি মুখোপাধ্যায় এবং সভাপতি সুরজিৎ মুখোপাধ্যায়। এছাড়া বক্তব্য রাখেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়। একক সঙ্গীত পরিবেশন করেন সৌমী বন্দ্যোপাধ্যায়, অলোকনাথ চৌধুরী, অশেষ মিত্র, ঋতুপর্ণা বিশ্বাস সরকার প্রমুখ। সমবেত সঙ্গীত সহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নেন আনন্দমেলা, পিস ওয়েলফেয়ার সোসাইটি, দুর্গাপুর রম্যবীণা, সঙ্গীতায়ন প্রভৃতি সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকলি রায়। অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন কাকলি মুখোপাধ্যায়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।