দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল মোড় এলাকা থেকে ৯ নভেম্বর এক নাবালিকা নিখোঁজ হয়। অপহরণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বিজেপি থানায় বিক্ষোভও দেখায়। পুলিশ তদন্তে নেমে উত্তর প্রদেশের কানপুর থেকে নাবালিকাকে উদ্ধার করে। গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। বিজেপি কর্মীরা খবর পেয়ে থানায় যান। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। প্রতিবাদে থানায় বসে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশের দাবি, ধৃত যুবককে দুর্গাপুর আদালতে নিয়ে যাওয়ার গাড়ি আটকানোর চেষ্টা করেন বিজেপির কর্মীরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়। উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মীরা। বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায় দাবি করেন, “পুলিশ নাবালিকাকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে, এই খবর পেয়ে আমরা বৃহস্পতিবার থানায় পুলিশকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। পুলিশ ভেবে নেয়, আমরা অভিযুক্ত যুবককে মারতে গিয়েছি। আমাদের উপর হামলা চালায় অন্ডাল থানার পুলিশ। মারধর করা হয়। এক মহিলা কর্মীর হাতেও আঁচড় লেগেছে।” কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “বাংলায় আইন-শৃঙ্খলা ঠিক আছে। তাই অপরাধীরা দ্রুত ধরা পড়ছে। তারপরেও অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। পুলিশের কাজে বাধা দিলে পুলিশ তো ব্যবস্থা নেবেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।