দুর্গাপুর দর্পণ, ২৯ মে ২০২৪: মহারাষ্ট্রের পুণেতে আয়োজিত চিলড্রেন অ্যান্ড ক্যাডেটস জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের সাহানা খাতুন। বাবা দিন মজুরের কাজ করে কোনও রকমে সংসার চালান। কিন্তু মেয়ের ছোট থেকে কিক বক্সিংয়ে আগ্রহ দেখে ‘দুর্গাপুর কিকবক্সিং অ্যাকাডেমি’তে পাঠান। সেখানে প্রশিক্ষণ নিয়ে সাহানা ইতমধ্যেই বহু খেতাব জয় করেছে।
গত ৭-১১ ফেব্রুয়ারি দিল্লির আইজি স্পোর্টস কমপ্লেক্সে কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তৃতীয় ‘ওয়াকো (WAKO) ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং টুর্নামেন্ট’। সাহানা একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ, মোট দুটি পদক পায়। রাজ্যে স্তরের প্রতিযোগিতায় দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট স্কুলে ‘খেলো ইন্ডিয়া খেলো’ প্রতিযোগিতায় স্বর্ণ এবং রৌপ্য পদক জয় করেছে। রাঁচিতে জাতীয় স্তরের প্রতিযোগিতার দুটি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অন্ডালের সাউথবাজারে বাড়ি সাহানার। অন্ডাল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। ‘পশ্চিম বর্ধমান জেলা স্পোর্টস কিকবক্সিং সমিতি’র সাধারণ সম্পাদক তথা ‘রাজ্য কিক বক্সিং অ্যাসোসিয়েশনে’র কোচিং কমিটির চেয়ারম্যান ফিরোজ খান জানান, পুণেতে ২২-২৬ মে চিলড্রেন অ্যান্ড ক্যাডেটস জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে মোট ১৪০৫৩ জন প্রতিযোগী অংশ নেয়। তিন জন গিয়েছিল পশ্চিম বর্ধমান জেলা থেকে। তাদের মধ্যে সাহানা সোনা, আরাধ্যা শীল ও শ্যামাস্তু ঘোষ সেনাপতি ব্রোঞ্জ জয় করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।