
দুর্গাপুর: মহকুমার প্রাথমিক স্কুলগুলিকে নিয়ে বৃহস্পতিবার পানাগড়ের মিত্র সংঘের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্না দে, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় প্রমুখ। প্রায় ৮০০ জন পড়ুয়া অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। সারাদিন ধরে চলবে বিভিন্ন ইভেন্ট। এখানে যারা প্রথম স্থান অধিকার করবে, তারা সকলেই জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
