দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৩ জানুয়ারি ২০২৪: আমেরিকায় (America) ফের বন্দুকবাজের দাপট। মৃত অন্তত ৮ শিকাগোর ঘটনা। অন্তত তিনটি জায়গায় গুলি চলে। আমেরিকার স্থানীয় সময় হিসাবে রবিবার এই হামলার ঘটনা ঘটে। কেন এভাবে সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে বন্দুকবাজ তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
রবিবার উইল কাউন্টির এক বাড়িতে প্রথম হামলা চালায় বন্দুকবাজ। সেখান থেকে একটি দেহ উদ্ধার হয়। সোমবার জোলিয়েট কাউন্টির দুটি বাড়ি থেকে উদ্ধার হয় গুলিতে ঝাঁঝরা আরও সাতটি দেহ। এই ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আমেরিকায় মাঝে মাঝেই বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। মাস খানেক আগেই নেভাদা ইউনিভার্সিটিতে বন্দুকবাজের গুলিতে তিন পড়ুয়ার মৃত্যু হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।