বোলপুর: অবশেষে নিজের ঘরে ফিরলেন অনুব্রত মন্ডল। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। সোমবার রাতে তিহাড় জেল থেকে ছাড়া পেয়ে বিমানে ভোরে তিনি দমদমে নামেন। এরপর তাঁকে নিয়ে বিশাল কনভয় রওনা দেয় বীরভূমের নীচুপট্টির উদ্দেশ্যে। দুই বছরেরও বেশি সময় পরে এদিন তিনি নিজের বাড়িতে ফেরেন। রাস্তার দুপাশে হাজার হাজার অনুগামীরা তাঁকে স্বাগত জানান।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সাংবাদিকদের তিনি জানান, পায়ে ও কোমরে ব্যথা রয়েছে। তিনি আদালতকে সম্মান করেন। আইন মেনে চলেন। তিনি বলেন, “দিদির জন্য আছি, বরাবরই থাকব।” এদিন বীরভূম জেলায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর দেখা হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও অনুব্রত সাংবাদিকদের জানান, শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগস্ট রাখি পূর্ণিমার দিন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। প্রথমে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। এরপর ইডি তাঁকে গ্রেফতার করার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহার জেলে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।