মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ জুন ২০২৩: চলতি বছরের মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে, ৯ জুন বেলা ১১ টা থেকে ১৫ জুন রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এর পরে আর কোনও আবেদন গ্রাহ্য হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে হবে উৎসাহী পরীক্ষার্থীদের।