দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ২ আগস্ট ২০২৪: বৃষ্টিতে উপচে গেল টুমনি নদী। বিপর্যস্ত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে টুমনি নদীর জল। আশপাশের সব গ্রামে জল ঢুকে পড়েছে। রাস্তাঘাট প্লাবিত। জলমগ্ন গৌরবাজার থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার রাস্তা। জলমগ্ন হয়েছে মাদারবুনি থেকে লাউদোহা যাওয়ার প্রধান রাস্তা। টুমনি নদী এখন এই রাস্তার উপর দিয়ে বইছে। মাঠের পর মাঠ ধান জমি ডুবে গিয়েছে। চাষীরা মাঠে ধানের বীজ রোপণ করেছিলেন। এবার জলে ডুবে গিয়ে সব নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কার তাঁদের।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এলাকাবাসী মধু ঘোষ জানান, বেশ কয়েক বছর পরে এমন বৃষ্টি হল এবার। টুমনি নদীর পাশাপাশি অজয় নদের জলও বাড়ছে। মাইথন থেকে জল ছাড়া শুরু হলে অজয় নদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ভয় ধরে যায়। জামগড়া গ্রামেরও একই ছবি। গ্রামের অধিকাংশ জায়গা প্লাবিত। ডুবেছে বাড়ির উঠোন। গ্রামের লোকেরা জল বের করার চেষ্টা করছেন। তবে সকাল ১০টা পর্যন্ত দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনের কাউকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।