বাংলাদেশি সাংসদ গায়িকার বিরুদ্ধে মুর্শিদাবাদে গ্রেফতারি পরোয়ানা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ আগস্ট ২০২৩: বাংলাদেশি (Bangladesh) গায়িকা মমতাজ বেগম (Momtaz Begum) দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের কাছেই জনপ্রিয়। তিনি বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সাংসদ। তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদে (Murshidabad) গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ বছর আগের বিশ্বাস ভঙ্গ, প্রতারণার মামলায় অসহযোগিতা করার জন্য মুর্শিদাবাদ আদালতের মুখ্য দায়রা বিচারক অলকেশ দাস গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুষ্ঠান করার নামে টাকা নিয়ে ঠকিয়েছেন তিনি। সেই সময় তিনি এই রাজ্যের বিভিন্ন জায়গায় শো করতে আসতেন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত মুর্শিদাবাদের ইভেন্ট ম্যানেজার শক্তিশঙ্কর বাগচির সঙ্গে তাঁর এ’বিষয়ে একটি লিখিত চুক্তি হয়। ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে আনার জন্য শক্তিশঙ্করবাবু তাঁকে টাকা দেন। অভিযোগ, শিল্পী আসেননি। টাকাও ফেরত দেননি।
এর পরেই চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে থানায় যান শক্তিশঙ্করবাবু। থানা অভিযোগ নেয়নি। তিনি তখন বহরমপুর আদালতে মামলা করেন। ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। তিনি না আসায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কলকাতা হাইকোর্ট আগাম জামিন নেন মমতাজ। পরে তা খারিজ হয়ে যায়। মামলাটি মুর্শিদাবাদের নিম্ন আদালতে স্থানান্তর করা হয়। গত ৯ অগস্ট মামলার চার্জ গঠনের দিন মমতাজকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। তাই এবার ফের গ্রেফতারি পরোয়ানা জারি হল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।