দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: প্রয়াত হলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বাচিক শিল্পী, সঞ্চালক, নাট্যকর্মী, সাংবাদিক তপেশ বন্দ্যোপাধ্যায়। নাট্য সংস্থা ‘দুর্গাপুর নাটুকে’র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। নাট্য চর্চার প্রসারে তিনি স্কুলের ছেলে-মেয়েদের নাটক শেখাতে যেতেন। এছাড়াও তিনি শহরের একজন নিয়মিত রক্তদাতা হিসাবে পরিচিত ছিলেন। দিন দু’য়েক আগেও তিনি রক্তদান করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে বিধাননগরের বিবেকানন্দ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ৮জুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এক দুর্ঘটনায় মৃত্যু হয় সেখানকার কর্মী তথা শহরের আর এক সুপরিচিত বাচিক শিল্পী, সঞ্চালক অমিত বন্দ্যোপাধ্যায়ের। অল্প দিনের ব্যবধানে পর পর দু’জন সাংস্কৃতিক কর্মীকে হারিয়ে শোকবিহ্বল শহরের সংস্কৃতিপ্রেমী নাগরিকেরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।