গণনা কেন্দ্রের বাইরে ধুন্ধুমার আসানসোলে! উত্তেজনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ জুলাই ২০২৩: সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গণনা। আর তারপর থেকেই বিভিন্ন এলাকা থেকে গণ্ডগোলের খবর আসতে শুরু করেছে। কাঁকসায় বেসরকারি কলেজের গণনা কেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলের গণনা কেন্দ্রের বাইরে পোলিং এজেন্টদের ঢোকা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে তুমুল বচসা শুরু হয়। যাকে ঘিরে চরম উত্তেজনা শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতিতে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা রয়েছে।