October 3, 2023

ভর দুপুরে ব্রিজ থেকে ক্যানেলে ঝাঁপ দিলেন সাঁতার জানা রাজমিস্ত্রী, তারপর?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের অঙ্গদপুরের ফিডার ক্যানেলের জলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে এক রাজমিস্ত্রী। তার নাম শরীফ রাজবংশী। বয়স আনুমানিক ৪২ বছর। মুর্শিদাবাদের বাসিন্দা। কাজ সেরে অন্যান্য রাজমিস্ত্রীদের সঙ্গে ফিডার ক্যানেলে স্নান করতে নামে সে।

আরও পড়ুন- পুলিশ কাকুদের ভরসাতেই এগিয়ে চলেছে ওরা

প্রথমে সে জলে বেশ কিছুক্ষণ সাঁতার কাটে। এরপর পাড়ে উঠে ব্রিজের উপর থেকে নীচে ঝাঁপ দেয়। তারপর আর তার খোঁজ পাওয়া যায়নি। খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগের উদ্ধারকারী দলকে। ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!