গরমের ছুটি শেষে স্কুলে এসে নাজেহাল পড়ুয়ারা!

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৫ জুন ২০২৩: গরমের (Summer) ছুটির পর আজ খুলেছে স্কুল। তীব্র গরমের থেকে রেহাই পেতেই ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ছিল চরম গরম। চরম অস্বস্তিতে পরে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন।যদিও তাতে সমালোচনা শুরু হয়। কিন্তু আজকের গরমের পর চিন্তায় অভিভাবকেরা।
এদিন স্কুল খুললেও অনেক স্কুলে পড়ুয়া সংখ্যা ছিল কম, কোথাও স্কুলের গাছের আম খাওয়ার হিরিক, কোথাও আবার গরমে নাজেহাল দশা। কিন্তু এত গরমে পঠনপাঠন কীভাবে চলবে? সেটাই এখন দেখার!