এটিএম কার্ড ফিরিয়ে আনল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবককে
দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট, ২০ জুলাই ২০২৪: পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) মঙ্গলকোটের বরুলিয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আজাহার উদ্দিন তিন বছর ধরে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে ২০২৩ সালে মঙ্গলকোট থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তাঁর দাদা খোদাদাদ হোসেন। পেশায় রাজমিস্ত্রী আজাহারের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তাঁর স্ত্রী, সন্তান, দাদা সহ আত্মীয় পরিজনেরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। পুলিশও কোনও কূল কিনারা খুঁজে পারছিল না।
পরিস্থিতি বদলে যায় মাস খানেক আগে। আজাহার উদ্দিনের নামাঙ্কিত একটি এটিএম কার্ড আসে তাঁর মঙ্গলকোটের বাড়ির ঠিকানায়। অবাক হয়ে যান পরিজনেরা। তাঁরা থানায় বিষয়টি জানান। আইসি মধুসূদন ঘোষ অফিসার বিবেক মুদিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেন। তদন্তে জানা যায়, এটিএম কার্ডটি এসেছে ব্যাঙ্কের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের গোধুলি ব্রাঞ্চ থেকে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে পুলিশ আজহার উদ্দিনের ফোন নম্বর জোগাড় করে টাওয়ার লোকেশন ট্রাক করতে থাকে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ নিশ্চিত হয়, মঙ্গলকোটের নিখোঁজ যুবকই আত্মগোপন করে আসানসোলের গুরুনানক পল্লিতে রয়েছেন। জানা যায়, দাম্পত্য কলহের জেরে স্ত্রী, সন্তান, পরিবার ছেড়ে নিরুদ্দেশ হন তিনি। গত ১৯ জুলাই এটিএম কার্ড দেওয়ার নাম করে আসানসোলের এক ডাকঘরের সামনে আজাহারকে ডাকা হয়। এটিএম কার্ড নিতে এলে পুলিশ তাঁকে পাকড়াও করে। শুক্রবার রাতে মঙ্গলকোট থানায় পরিবারের হাতে আজাহারকে তুলে দেয় পুলিশ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।