
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৪: সরকারি জমির উপরে অবৈধ নির্মাণ। প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ অবৈধ দখলদারদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কোক ওভেন থানার ক্ষুদিরাম পল্লী এলাকার ঘটনা। উত্তেজিত জনতা পাল্টা প্রতিরোধে পিছু হঠে দখলদাররা। ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। অভিযোগ, বহিরাগতরা এসে সরকারি জমিতে একটু একটু করে সিমেন্টের কাঠামো তৈরী করেছিল। স্থানীয়রা বারণ করলেও কাজ বন্ধ হয়নি। শনিবার ফের তারা কাজ করতে শুরু করলে বাধা দেন স্থানীয়রা। আচমকা দলবল নিয়ে কয়েকজন স্থানীয়দের হুমকি দিয়ে জোর করে কাজ শুরু করতে যায়। স্থানীয়রা প্রতিবাদ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের মারতে যায় বলে অভিযোগ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পাল্টা প্রতিরোধ গড়ে তাড়া করেন। তারা পালিয়ে যায়। ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। কোনওক্রমে সামাল দেয় পরিস্থিতি। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি জমি দখল মুক্ত করার জন্য কড়া বার্তা দিচ্ছেন ঠিক তখন সেই সরকারি জমি বাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে এলাকাবাসীকে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।