দুর্গাপুর: মোবাইলের লোভ দেখিয়ে সাত বছরের এক বাচ্চাকে অপহরণের চেষ্টা দুর্গাপুরের সগরভাঙা বিডিও মোড়ে। শুক্রবার দুপুরে স্থানীয় বস্তির বাসিন্দা ওই বাচ্চাটি খেলছিল। পরিবারের অভিযোগ, এক অপরিচিত ব্যক্তি এসে তাকে মোবাইল ফোন দেওয়ার লোভ দেখিয়ে জোনাল সেন্টারের দিকে নিয়ে যায়। খোঁজাখুঁজি শুরু হয়। বাচ্চাটিকে না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের সবাই। কার্যত আশা ছেড়ে দেয় তারা। দিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশকে। সঙ্গে সঙ্গে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ বাঁকুড়া গামী রাজ্য সড়ক জুড়ে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত জোনাল সেন্টারের কাছে একটি চায়ের দোকানে বাচ্চাটিকে পাওয়া যায়। পুলিশের ভয়েই বাচ্চাটিকে চায়ের দোকানে বসিয়ে রেখে অভিযুক্ত পালিয়ে যায় বলে মনে করা হচ্ছে। পুলিশ তাকে খুঁজছে। বাচ্চাটিকে পরিবারের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। ডিসি ট্রাফিক ভিজি সতীশ পাশুমারথি বলেন, “ট্রাফিক পুলিশ পরিষেবা দেওয়ার জন্য সদা তৎপর। কর্মরত ট্রাফিক পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।