দুর্গাপুর দর্পণ, ৫ জুলাই ২০২৪: জাতীয় সড়কে অটো টোটো উঠলেই কড়া পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক পুলিশ। কারণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কে অটো-টোটো চলাচলের দরুণ দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিও হচ্ছে। তবু হুঁশ ফিরছে না অটো, টোটো চালকদের। সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই জাতীয় সড়কের উপর ছুটছে যাত্রী বোঝাই অটো, টোটো।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন উড়ালপুলের নিচ হয়ে জাতীয় সড়কে উঠে পড়ছে বহু অটো, টোটো। তা বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। জাতীয় সড়কের ওঠার চেষ্টা করলেই ধরা হচ্ছে। জরিমানা করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে। দুর্গাপুর ট্রাফিক গার্ড সূত্রে খবর, ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন প্রান্তে মাইকিং করে সচেতন করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০ এর বেশি অটো, টোটোকে জরিমানা করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।